আমি বৃদ্ধ

ইঞ্জি এলাহান উদ্দিন

আমি বৃদ্ধ , আমি অকর্মঠ ,%e0%a6%ac%e0%a7%80%e0%a6%97%e0%a7%8d%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a6

এটাইতো আমার অপরাধ,

শেষ জীবনে এসে ছেলেরা খেতে দেয় না ,

আমি কি জাতির অভিশাপ ?

 

সন্তান জন্ম দিয়ে তাদের মানুষ করে

করেছি কি আমি ভুল ?

তারা আমায় দূরে সরায় দিয়ে ,

প্রিয়-তমা নিয়ে আছি  ছন্ন-ছাড়া কূল ।

 

ক্ষুধা ও  চোখের পানি যেন সর্বসঙ্গী ,

চোখে ক্ষীণ-দৃষ্টি ,

করতে পাই না ভিক্ষাবৃত্তী

ঠাঁই দিয়েও আজ মোর ঠাঁই নেই

এ কেমন তাঁর  সৃষ্টি ।