সঠিকমাপের ডিফল্ট থাম্বনাইল যোগ করুন

ওয়েবসাইটে ছবি ফেটে যায়,ক্লীয়ার না,আসল ইমেজ কিভাবে সেট করবেন,যদি পিকচার না দেন তবে ডিফল্ট ইমেজ শো হবে ।পোস্ট করার সময় যত বড়ই পিকচার দেন না কেন, অটোমেটিক সে সাইজ করে প্রদর্শন করবে।
Add at Functions.php

//for actual image size
add_image_size( 'class-name-diben', 255,160, true );

এখানে ‘class-name-diben’ ইচ্ছা মত নাম দিতে পারবেন। পরবর্তীতে থিম কল করার জন্য ব্যবহার হয়।
এবার আপনার থিম এ Query চালান,

//then call query at theme
<?php if ( has_post_thumbnail() ) { ?>
<a href="<?php the_permalink(); ?>" title="<?php the_title(); ?>"><?php the_post_thumbnail( 'class-name-diben', array('title' => get_the_title()) ); ?></a>
<?php } else { ?>
<a href="<?php the_permalink(); ?>" rel="bookmark" title="<?php the_title(); ?>"><img src="<?php echo get_template_directory_uri(); ?>/images/thumbnail-default.jpg" alt="<?php the_title(); ?>" /></a>
<?php } ?>

যদি পোস্ট থাকে,তাহলে ফিচার ইমেজের পিকচার ভিউ হবে।আর যদি পিকচার না দেন তবে ডিফল্ট ইমেজ শো হবে।