মোঃএলাহান উদ্দিনঃ
তথ্য ও প্রযুক্তির এই যুগে দিন দিন বেড়েই চলছে ফ্রিল্যান্সিং এর কাজ।ঘরে বসে করা যায় এই কাজ। তাই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে একজন দক্ষ ওয়েব ডিজাইন ও ডেভেলপারের ভবিষ্যৎ উজ্জল।
ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে ওয়েব ডিজাইনের জন্য আপনাকে শিখতে হবে এইচটিএমএল, সিএসএস ,জাভাস্ক্রিপ্ট এবং জেকোয়েরি।তার পাশাপাশি পিএসডি থেকে এইচটিএমএল করতে ফটোশপেরও ধারনা থাকতে হবে।এখন রেসপনসিভ ডিজাইনের যুগে মোবাইল সহ যেকোন ডিভাইসে আপনার ডিজাইন করা ওয়েবপেজ একই রকম দেখার জন্য জনপ্রিয় টুইটার বুটস্ট্রাপ ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে পারেন।প্রয়োজনীয় টুলস যেমন IDE, IE tester, IE তে ব্রাউজার মোড বদলানো ও ফায়ারবাগ ইত্যাদি শিখতে হবে।খুব সহজে ৩-৪ মাসে একটু পরিশ্রমে ওয়েব ডিজাইন শিখতে পারেন ।
আর ওয়েব ডেভেলপমেন্টের জন্য ওয়েব প্রোগ্রামিং যেমন ASP.NET, PHP, Java বা অন্য কোন ল্যাংগুয়েজ শিখতে হবে। বর্তমানে পিএইচপির কাজ সবচেয়ে বেশি।ওয়েব ডেভেলপমেন্টে প্রোগ্রামিং শেখার সাথে সাথে আপানাকে মাইএসকিউএল, এসকিউএল ও ওরাকল জানতে হবে।ফেইসবুক/গুগল/টুইটার/অ্যামাজন ইত্যাদি বিখ্যাত সাইটের ওয়েব সার্ভিস/ API ব্যবহার করা জানতে হবে।
যেকোন একটি ল্যাংগুয়েজ ঠিক মত আয়ত্তে রাখলেই অনেক কোম্পানিতে চাকুরী ও ফ্রীল্যান্সিং করে অনেক টাকা উর্পাজন করতে পারবেন।তার পাশাপাশি আপানাকে যে কোন সি এম এস ওর্য়াডপ্রেস ও জুমলা জানতে হবে । এ সবে এখন প্রচুর কাজ পাওয়া যায়।
এসব শেখার জন্য অনলাইনের প্রচুর টিউটোরিয়াল আছে ও w3schools.com, lynda.com থেকে সবচেয়ে শেখা ভাল হবে।
আগে দক্ষতা অর্জন করুন এরপর ফ্রিল্যান্সিং করুন।