যেভাবে অ্যান্ড্রয়েড স্মার্টফোন মডেমের মতো ব্যবহার করবেন

যেভাবে অ্যান্ড্রয়েড স্মার্টফোন মডেমের মতো ব্যবহার করবেন

মোঃ এলাহান উদ্দিন আলোকিত প্রযুক্তি
প্রকাশিত পত্রিকা  আপডেট: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ৩, ২০১৭

কোনো ধরনের সফটওয়্যার ছাড়াই আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন মডেম হিসেবে কাজে লাগাতে পারবেন। ধরুন, আপনার কম্পিউটার বা ল্যাপটপ আছে। এখন ইন্টারনেট ব্যবহার করবেন; কিন্তু আপনার সঙ্গে বা আশপাশে কোনো ব্রডব্যান্ড, মডেম, ওয়াইম্যাক্স, ব্লুুটুথ, ওয়াইফাই ইন্টারনেটের কানেকশন নেই। তাহলে এখন উপায়? আছে শুধু একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট। সেই অ্যান্ড্রয়েড মোবাইলটির মাধ্যমে এখন ব্যবহার করতে পারবেন ইন্টারনেট। আপনার মোবাইলে যে সিমটি লাগানো আছে, সে সিমে ইন্টারনেট প্যাকেজ কিনে মোবাইল ডাটা অন করে নিচের ধাপগুলো ফলো করুন।
১. ইন্টারনেট প্যাকেজ কেনার পর মোবাইলটি অন-অফ করে ইউএসবি ডাটাক্যাবলটি (ইউএসবি চার্জার) আপনার পিসি বা ল্যাপটপের পোর্টে লাগান।
২. ভুলেও টার্ন অন ইউএসবি স্টোরেজ (Turn on USB Storage) করবেন না।
৩. মোবাইলের সেটিং মেন্যুতে এ গিয়ে More>>>Tethering & portable hotspot>>>USB Tethering ক্লিক করলেই ১ মিনিটের মধ্যে পিসিতে ইন্টারনেট লাইন চালু হবে। এবার ব্রাউজারে গিয়ে ব্রাউজ করুন। আপনি চাইলে ওয়াইফাই চালু করে এটাকে ওয়াইফাই হটস্পট জোন বানাতে পারেন।


Published Newspaper Link:
http://www.alokitobangladesh.com/todays/details/208663/2017/02/03